পাওনা টাকা চাইতে গিয়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন আব্দুল কাদির আজাদ (২৮) নামে এক যুবক।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদির আজাদ (২৮) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার আব্দুল জলিলের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দেলোয়ার নামে এক ছাত্রদল কর্মীর কাছে টাকা পাওনা ছিল আজাদ। টাকা আনতে বুরজান চা বাগানে গেলে তাকে ২ হাজার টাকা কম দেওয়া হয়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আজাদকে খাদিমনগর জাতীয় উদ্যানে নিয়ে ছুরিকাঘাত করে দেলোয়ার ও তার সঙ্গীয়রা। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক বলেন, ‘খাদিমনগর জাতীয় উদ্যান এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।
এনইউ/আরএ