ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

সারাদেশ

মাগুরায় বিএনপির নেতৃত্ব নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ 

ডিস্ট্রিক করসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, আগস্ট ১৩, ২০২৫
মাগুরায় বিএনপির নেতৃত্ব নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ 

মাগুরা: বিএনপির ওয়ার্ড কমিটির নেতৃত্ব নির্বাচন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মাগুরায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।  

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বোয়ালখালী মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বোয়ালখালীতে কয়েকদিন আগে বিএনপির ওয়ার্ড কমিটির নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন বোয়ালখালী গ্রামের খনন কাজী ও আলাল বিশ্বাস।  

নির্বাচনে খনন কাজী পরাজিত হন। এতে জয়ী আলাল বিশ্বাসের লোকজনকে বিভিন্ন সময় মারধর ও হুমকি দেন খনন কাজী। এরই একপর্যায়ে মঙ্গলবার রাতে বোয়ালখালী মধ্যপাড়া রুবেলের দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আহত ফারুক মোল্লা (৪০), বদরুল মোল্লা (৪২), তরিকুল ইসলাম (৩৭), হাসান মোল্লা (২৭) ও মারুফ মোল্লাকে (৩০) মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।