হবিগঞ্জ: হবিগঞ্জ-সিলেট রুটে প্রথমবারের মতো চালু হচ্ছে অত্যাধুনিক এসি বাস সার্ভিস।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের উদ্যোগে প্রাথমিকভাবে চারটি এসি বাস চালু করা হবে।
মোটর মালিক গ্রুপের নেতারা জানান, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিক্ষার্থীদের আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গত মাসে সংগঠনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে হবিগঞ্জ-সিলেট বাইপাস ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে ১১৫টি বাস চলাচল করে। প্রতিদিন এসব রুটে গড়ে আট হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন। তবে দীর্ঘদিন ধরে যাত্রী হয়রানি ও সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বাংলানিউজকে বলেন, “এখন যে কয়টি স্পেশাল বাস চলছে, যাত্রীদের আগ্রহ দেখে বোঝা যায় এসি সার্ভিস সময়ের দাবি। গত এক বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, অবশেষে গত মাসের বৈঠকে সিদ্ধান্ত হয়। ”
তিনি আরও জানান, বিআরটিসির সঙ্গে পরামর্শ করে এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে। হবিগঞ্জ থেকে সকালে এবং সিলেট থেকে বিকেলে বাস ছাড়ার সময়সূচি প্রাধান্য পাবে, যাতে অফিসগামী ও শিক্ষার্থীরা সহজে সুবিধা নিতে পারেন।
আরএ