ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মানবপাচার চক্রের হোতা আব্দুল আলী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, অক্টোবর ১৩, ২০২৫
মানবপাচার চক্রের হোতা আব্দুল আলী গ্রেপ্তার আটক মানবপাচারকারী

কক্সবাজার: টেকনাফের বাহারছড়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা আব্দুল আলীকে (৫০) আটক করেছে কোস্টগার্ড।

রোববার (১২ অক্টোবর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার বিকেল ৫টায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারকারী চক্রের মূলহোতা, একাধিক মামলার আসামি কুখ্যাত আব্দুল আলীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গা এবং বাংলাদেশ নাগরিকদের অপহরণ করে আসছিল। পরবর্তীতে টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়াসহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচার করা হয়।  

তিনি আরও বলেন, আটক মানব পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের আটকের নিমিত্তে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।