ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, অক্টোবর ১২, ২০২৫
৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে: দুলু বক্তব্য দিচ্ছেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।

রোববার (১২ অক্টোবর) দিনব্যাপী নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে দলের নিশ্চিত বিজয়ের জন্য নেতাকর্মীদের ঘরে বসে না থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাতে হবে এবং প্রতিটি ভোটারের কাছে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।  

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে সন্ত্রাস, হানাহানি ও ক্ষুধা–দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি সব সময় মানুষের বিপদে-আপদে পাশে থাকে, ভবিষ্যতেও থাকবে।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনও ভোট দিতে পারেনি। এখন তারা জীবনের প্রথম ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই তরুণ সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক’ -এ স্লোগানে কাজ করতে হবে।

উঠান বৈঠকে খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, বিএনপি নেতা হাফিজুল ইসলাম ও আনিসুর রহমান প্রমুখ।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।