ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বৈষম্য-আগ্রাসন থেকে আমাদের ‘সেফ এক্সিট’ দরকার: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, অক্টোবর ১২, ২০২৫
বৈষম্য-আগ্রাসন থেকে আমাদের ‘সেফ এক্সিট’ দরকার: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা 

বরিশাল: সাম্প্রতিক ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) আলোচনা প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার সবার আগে।

রোববার (১২ অক্টোবর) বরিশাল নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার সবার আগে। আর ব্যক্তিগতভাবে আমি মুক্তিযুদ্ধ করেছি, আমার এ দেশ ছেড়ে যাবার আর জায়গা কোথায়?

তিনি আরও বলেন, দীর্ঘ বছরের যে বৈষম্য, জনগণের অধিকার বঞ্চনার বিষয় ছিল, সে বিষয়গুলো থেকে জাতির সেফ এক্সিট দরকার এবং আমরা সে লক্ষ্যে আমরা কাজ করছি।

বরিশাল জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে ৬ লাখ ১২ হাজার ১২৫ শিশুকে এবার টাইফয়েড টিকা দেওয়া হবে।

এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।