ভোলা: সাগর উপকূলের দ্বীপ ভোলার মনপুরায় বিদ্যুৎ সমস্যার সমাধানে এবার সাবমেরিন ক্যাবল লাইনে যুক্ত হতে যাচ্ছে।
আগে এ উপজেলায় দৈনিক ৪/৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হতো, এটি চালু হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে বলে জানা গেছে।
গত শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমদ এবং অতিরিক্ত সচিব (নবায়নযোগ্য জ্বালানি) কেএম আলী রেজা নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সভায় এমন তথ্য উঠে এসেছে।
সভায় অতিরিক্ত সচিব নূর আহমদ বলেন, মনপুরাকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে দুটি টেকনিক্যাল রুট বিবেচনায় আছে, একটি তজুমুদ্দিন উপজেলা থেকে চরকলাতলী হয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরায় সংযোগ স্থাপন, অপরটি চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি সংযোগ।
অন্যদিকে অতিরিক্ত সচিব কেএম আলী রেজা জানান, সাবমেরিন ক্যাবলের পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগেও মনপুরার মানুষ অন্ধকারে না থাকে।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা জানান, মান্ধাতা আমলের ডিজেলচালিত জেনারেটর দিয়ে গুটিকয়েক গ্রাহককে রাতে তিনঘন্টা বিদ্যুৎ দেওয়া হতো। যা প্রায়সময়-ই বিকল থাকে।
জানা গেছে, মনপুরা উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট। উপজেলা সদর হাজীরহাট ও আশ-পাশের এলাকার ৯৬৬ জন গ্রাহকের প্রয়োজন ৪ মেগাওয়াট। অথচ মনপুরায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে-মাত্র ৪২০ কিলোওয়াট। যা প্রয়োজনের তুলনায় ১০ ভাগের একভাগেরও কম। এখানে তিনটি জেনারেটর রয়েছে,এর মধ্যে একটি বিকল। বাকি দুটিও দীর্ঘদিনের পুরোনো, পরিত্যক্ত এবং সার্বক্ষণিক চলার অনুপযুক্ত। যে কারণে যেটুকু বিদ্যুৎ উৎপন্ন হয় তাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।
মনপুরা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী কেএম ফরিদুল ইসলাম জানান, সমস্যা সমাধানের জন্য বর্তমানে উপজেলা সদরে ৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুৎ প্লান্ট নির্মাণের কাজ চলছে। এছাড়া পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হলে মনপুরাবাসীর জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।
মনপুরা ভোলা জেলার দক্ষিণে অবস্থিত। এ উপজেলার মোট আয়তন ৩৭৩ দশমিক ১৯ বর্গ কিলোমিটার।
ভোলার জেলা প্রশসাক (ডিসি) মো. আজাদ জাহান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্বীপ মনপুরাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নানাবিধ কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছেন। এটি বাস্তবায়ন হলে সাগর মোহনার এ জনপদ হবে ভ্রমণপিপাসু দেশ-বিদেশি পর্যটকদের অভয়ারণ্য।
এসআরএস