ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মেঘনা নদীতে অভিযানে জেলেদের হামলা, আহত ১০, আটক ২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, অক্টোবর ১১, ২০২৫
মেঘনা নদীতে অভিযানে জেলেদের হামলা, আহত ১০, আটক ২৭

ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), এসিল্যান্ড ও কোস্টগার্ড সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভোলার চরসীমানা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযানকারী দল ২৭ জন জেলেকে আটক করেছে।

মৎস্য কর্মকর্তারা জানান, বিকেলের দিকে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় মা ইলিশ রক্ষা অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযান দলটি মেহেন্দিগঞ্জ ও হিজলা এলাকায় অভিযান শেষে ভোলার চরসীমানা এলাকায় পৌঁছালে হঠাৎই একদল জেলে তাদের ওপর ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এ সময় স্পিডবোট চালক জহিরুল ইসলাম, এনডিসি তানজিবুল ইসলাম, মৎস্য প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন, এবং ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্তত ১০ জন আহত হন।

অভিযান দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নিয়ে ২৭ জন জেলেকে আটক করেন।

ঘটনা সম্পর্কে নিশ্চিত করে বরিশাল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ বলেন, এ ঘটনায় হিজলা ও মেহেন্দিগঞ্জের মৎস্য কর্মকর্তারা আইনগত ব্যবস্থা নেবেন।

রাত ১০টা পর্যন্ত এ রিপোর্ট লেখা সময় আটক জেলেদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।