ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নাটোর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, অক্টোবর ১১, ২০২৫
নাটোর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নাটোর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নাটোর প্রেসক্লাবের নির্বাচন নিয়ে গঠনতান্ত্রিক জটিলতা তৈরি হওয়ায় পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে এক তলবী সভার মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 এতে দৈনিক ইত্তেফাকের নাটোর জেলা প্রতিনিধি জাহীদুল হুদা ফরহাদকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে অন্য সদস্য করা হলেন, এনটিভির স্টাফ রিপোটার হালিম খান, এখন টিভির জেলা প্রতিনিধি মাহবুব হোসেন, দৈনিক দেশ রূপান্তরের আব্দুল হাকিম ও সাংবাদিক আতিকুল ইসলাম লিটন।  

নাটোর প্রেসক্লাবের বিদায় সভাপতি বাসস প্রতিনিধি ফারাজী আহম্মেদ রফিক বাবনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এসএ টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুলের সঞ্চালনায় বক্তব্য দেন- কোষাধ্যক্ষ গাজী টিভির প্রতিনিধি কামরুজ্জামান দেলোয়ার। এ সময় ক্লাবের বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি এনামুর রহমান চিনু ও জুনিয়র সহ-সভাপতি যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকারসহ ক্লাবের ৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন। এর আগে ক্লাবের ৪৬ জন সদস্যের মধ্যে ৩৯ জন সদস্য তলবী সভা আহ্বান করার জন্য সভাপতিকে লিখিতভাবে অনুরোধ জানান।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ