ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

এক যুগ পর ব্রাহ্মণবাড়িয়ায় ফের টর্নেডো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, অক্টোবর ১০, ২০২৫
এক যুগ পর ব্রাহ্মণবাড়িয়ায় ফের টর্নেডো কাইজলা বিলে টর্নেডো

দীর্ঘ এক যুগ পর আবারও ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার আকাশে দেখা মিলেছে টর্নেডোর।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং এলাকা ও বিজয়নগর উপজেলার কাইজলা বিলে এ টর্নেডোর সৃষ্টি হয়।

ভূমি থেকে আকাশের দিকে ঊর্ধ্বমুখী টর্নেডো ঝড়ের এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে হঠাৎ করে কাইজলা বিলে টর্নেডোর দেখা মিলে। অনেকেই মোবাইলফোনে এ দৃশ্যের ভিডিও ধারণ করেন।  এ সময় গ্রামের বাসিন্দারা ক্ষয়ক্ষতির ভয়াবহতার থেকে রক্ষা পাওয়ার জন্য আজান দিয়ে মহান আল্লাহতালার কাছে মোনাজাত করেন।

বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, খবর পেয়ে কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তবে এটি সদর উপজেলার অংশে পড়েছে। বিলে টর্নেডো হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে ২০১৩ সালের ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এবং আখাউড়া উপজেলার আমেদাবাদ গ্রামের ওপর দিয়ে প্রলয়ঙ্করী টর্নেডো বয়ে যায়। এতে ২০ জন প্রাণ হারান। ধ্বংসস্তূপে পরিণত হয় অসংখ্য বাড়িঘর।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।