ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূকে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, অক্টোবর ১০, ২০২৫
বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূকে হত্যার অভিযোগ ফাইল ফটো

বরিশাল: বরিশালে বিয়ের তিন মাসের মাথায় বরিশাল কলেজছাত্রী লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন শ্বশুরবাড়ির লোকজন।

দু’জন নারীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে ৬ নং ওয়ার্ডস্থ উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকার একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছে, কাউনিয়া ব্রাঞ্চ রোড ২ নং ওয়ার্ড বাদশার মায়ের গলির বাসিন্দা স্বর্ণের দোকানের কারিগর মো. বেলায়েত খানের মেয়ে বর্ষা ও উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকার বাসিন্দা শাহীনের ছেলে সিয়াম প্রেমের সম্পর্কের মাধ্যমে গত তিন মাস আগে বিয়ে করেন। বিয়ের পর প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।

নিহত গৃহবধূর বাবা বেলায়েত খান জানান, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করতো শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার রাতে মেয়ের অসুস্থতার খবর শুনে এসে দেখি বর্ষা মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন আমানগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কুদ্দুস হোসেন তিনি বলেন, লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে এবং দু’জন নারীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এমএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।