গাজীপুর: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় নাম্বার ওয়ান হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে ওই রেস্তোরাঁর আনুমানিক প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, ওই হোটেল ও রেস্তোরাঁয় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আরএস/জেএইচ