ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, অক্টোবর ১২, ২০২৫
নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত নাইক্ষ্যংছড়ি

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আকতার হোসেন নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধীনস্থ রেজু আমতলী বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪০ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবনির্মিত সীমান্ত সড়কের পার্শ্ববর্তী রেজু আমতলী বিওপির নতুন প্রস্তাবিত স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি মর্টার শেল, একটি মাইন ও তিনটি হ্যান্ড গ্রেনেডের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আকতারসহ বিজিবির কয়েকজন সদস্য। সকালে সীমান্ত সড়ক সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ি এলাকায় ওয়াশরুমে যান বিজিবি সদস্য আকতার। এসময় মাইন বিস্ফোরণে বিজিবির নায়েক আকতার হোসেন আহত হয়। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে।

আহত আক্তার, ৩৪ বিজিবি ব্যাটালিয়নের আওতায় রেজু আমতলীতে কর্মরত। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।