ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

সারাদেশ

চাকা খুলে ট্রাকের সামনে অটোরিকশা, নিহত বেড়ে ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, আগস্ট ১২, ২০২৫
চাকা খুলে ট্রাকের সামনে অটোরিকশা, নিহত বেড়ে ৩ দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশার চাকা খুলে গেলে এ দুর্ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে পৌরশহরের খলসি মৌসুমি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামের মোকছেদ মিয়ার ছেলে ১৯ দিন বয়সী রাফি,  গোবিন্দগঞ্জ উপজেলার সাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের জাহিদুল ইসলাম (৫৫) এবং রাজাহার ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের নুরুন্নবী সরকার (৫০)।

নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে একজনকে মারা যান। পরে তার লাশ বাড়িতে নিয়ে যান স্বজনরা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্যবাহী একটি ট্রাক দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ আসছিল। এসময় যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোরিকশা গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে খলসি মৌসুমী ফিলিং স্টেশনের সামনে গেলে অটোরিকশাটির পেছনের বাম পাশের চাকা খুলে যায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে গিয়ে পড়ে। এসময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শিশুসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।  

এ ঘটনায় আহত হয়েছেন শিশু রাফির মা-বাবা ও চালকসহ ৭ জন যাত্রী। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে অটোরিকশাচালক সজিব মিয়া, যাত্রী রুপালি বেগম ও জাকিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারসহ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।