ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে লেকে অজ্ঞাত যুবকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, আগস্ট ১৩, ২০২৫
সিদ্ধিরগঞ্জে লেকে অজ্ঞাত যুবকের লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে এক অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে।

বুধবার (১৩ আগস্ট) সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ডিএনডি লেক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ডিএনডি লেক থেকে একটি মরদেহ পাওয়া গেছে। লাশটি কয়েকদিন আগের। মৃত্যুর কারণ জানা যায়নি।  

তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

এমআরপি/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।