ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

সারাদেশ

খুলনায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, আগস্ট ১৩, ২০২৫
খুলনায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারী নিহত

খুলনা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে পড়ে ময়না (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের আরিফ মোল্লার স্ত্রী।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলুল করিম বলেন, সংবাদ ‍শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করি। অ্যাম্বুলেন্সে থাকা আরিফ মোল্লার স্ত্রী ময়না মারা যান। বাকিদের ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা মৌতলার আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য একটি অ্যাম্বুলেন্সে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি খাদে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা চার জনের তিনজন সুস্থ থাকলেও আরিফ মোল্লার স্ত্রী ময়না ঘটনাস্থলে মারা যান। চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।