ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

সংবাদ সম্মেলনে অভিযোগ

সাফায়েত হত্যার মাস্টারমাইন্ড সাবেক প্রতিমন্ত্রী বিপু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৮, আগস্ট ১২, ২০২৫
সাফায়েত হত্যার মাস্টারমাইন্ড সাবেক প্রতিমন্ত্রী বিপু সংবাদ সম্মেলন

মৌলভীবাজার: ৫০০ কোটি টাকার সম্পত্তির লোভে যুক্তরাষ্ট্র প্রবাসী সাফায়েত ফরাইজিকে (৩৫) খুন করা হয়। খুনের মাস্টারমাইন্ড পতিত ফ্যাসিস্ট সরকারের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

 

সোমবার (১১ আগস্ট) বিকেলে মৌলভীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এসব অভিযোগ করেন মানবাধিকারকর্মী, হোপস ডোর বাংলাদেশের চেয়ারম্যান ও নিহত সাফায়েতের মা যুক্তরাষ্ট্র প্রবাসী শামীমুন নাহার।

তিনি লিখিত বক্তব্যে জানান, মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার ক্লাব রোডে বসবাসকারী উমায়রা ইসলাম ইমা নামের এক নারী আইনজীবীর সঙ্গে ফেসবুকে ২০২০ সালের নভেম্বর মাসের শেষ দিকে তার পরিচয় হয়।  

বিভিন্ন সময়ে ফোনে কথা বলায় তার প্রতি বিশ্বাস তৈরি হয় মানবাধিকারকর্মী শামীমুন নাহারের। সিলেটে গেলে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) মাজার শরিফ জিয়ারত করতে নিয়ে যাওয়ার কথা জানান শামীমুন নাহার। উমায়রার আমন্ত্রণে ২০২০ সালের ১৫ ডিসেম্বর তিনি পৌঁছান মৌলভীবাজার শহরের বাসায়।

বেলা সাড়ে ১০টার দিকে মাজারে নিয়ে যাবেন বলে মৌলভীবাজার সাকুরা মার্কেটের দিকে তারা রওনা হন। সাকুরা মার্কেটে না গিয়ে শামীমুনকে অন্য রাস্তায় নিয়ে আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ‘হাটবাজার’ দোকানে নিয়ে যান উমায়রা। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে আমেরিকান ক্রেডিট কার্ডের মাধ্যমে তার এবং তার পরিবারে জন্য প্রায় পাঁচ লাখ টাকার কাপড় ও অন্যান্য মালামাল কেনেন।  

জিনিসপত্র বাসায় পৌঁছানোর পর গাড়ির মধ্যে কালো রংয়ের ব্যাগ থেকে উমায়রা পিস্তল বের করে ছয়টি গুলি ভরেন। এরপর গাড়ির ভেতর তার শরীরে পিস্তল ঠেকিয়ে সাকুরা মার্কেট যাওয়ার সময় হুমকি দিয়ে পূর্ব থেকে প্রস্তুত রাখা বি-ল্যাটেরাল অ্যাগ্রিমেন্টে সই নেন।  

সেদিন উমায়রা মৌলভীবাজার এনসিসি ব্যাংকে তার টাকা দিয়ে শামীমুন নাহার নামে একটি অ্যাকাউন্ট খোলেন এবং চেক বই তার তার কাছে নিয়ে নেন। ওই অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা করে মানুষকে বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের উদ্দেশ্য ছিল তার।

শামীমুন নাহার জানান, বি-ল্যাটেরাল অ্যাগ্রিমেন্টে সই নেওয়ার উদ্দেশ্য ছিল তার বাবা সাবেক সচিব এ কে এম রশিদ উদ্দিনের ঢাকার তিনটি বাড়ি ও দোকানসহ প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করা। এর মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেন পতিত স্বৈরাচারী সরকারের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।  

তিনি বলেন, বিপুর পরামর্শে মৌলভীবাজারে আমাকে নিয়ে আসেন আইনজীবী উমায়রা ইসলাম ইমা, কুলাউড়ার বরমচাল শাহ কালা মাজারের খাদিমের ছেলে আজমল আলী শাহ (সেন্টু), ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমদূদ হোসেন ও আজিজুর রহমান। এ ছাড়া মৌলভীবাজার, ঢাকা ও বিদেশের অনেকেই ওই সংঘবদ্ধ চক্রে জড়িত।
 
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শামীমুন নাহারের বড় ছেলে সাফায়েত ফরাইজি (৩৫) ২০২১ সালের সেপ্টেম্বরে দেশে আসেন। ২০২২ সালের ১ জানুয়ারি তাকে নৃশংসভাবে হত্যা করে চক্রটি।  

ছেলে হত্যার বিচার চাওয়ায় শামীমুনের ওপর আক্রমণ চালানো হয়। ওই হামলায় আহত হয়ে চার মাস ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন শামীমুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আদালতে তার বিরুদ্ধে মামলা করেন আজমল আলী শাহ (সেন্টু)।

সংবাদ সম্মেলনে বলা হয়, মামলার এজাহারে উল্লিখিত তারিখ ও ঘটনাস্থল যে মিথ্যা, তা সিআইডির তদন্তে উঠে আসে। প্রতিবেদন দেওয়ার পর তৎকালীন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ক্ষমতার অপব্যাবহার করে ওই তদন্ত কর্মকর্তাকে সেখান থেকে সরিয়ে দেন।  

এরপর পুনরায় সিআইডির মাধ্যমে ভুক্তভোগীদের বিরুদ্ধে ফরমায়েশি তদন্ত প্রতিবেদন দেন এসআই মো. শামীম রেজা। ওই প্রতিবেদনের পর থেকে শামীমুন ও তার প্রতিবেশী বোন মানবাধিকারকর্মী ফৌজিয়া হাসানের (৬০) নামে পাঁচবার ওয়ারেন্ট বের করে তাদের হয়রানি করা হয়। দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০০টি মিথ্যা মামলা দায়ের করা হয়।  

শামীমুন বলেন, ‘২০২৪ সালের ২৭ জুন মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আমাদের দুজনকেই বেকসুর খালাস দেওয়া হয়। সেইসঙ্গে মামলাটিও খারিজ হয়ে যায়। কিন্তু প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আমাদের পক্ষে রায় দেওয়া বিচারককে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়। ’

ঘটনার সুষ্ঠু তদন্ত করে ছেলে সাফায়েত হত্যার বিচার ও শামীমুন নাহারের বিরুদ্ধে হওয়া মামলা থেকে রেহাই দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।  

বিবিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ