ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

দোহারে ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন শেষে চলছে গণনা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, নভেম্বর ২, ২০২২
দোহারে ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন শেষে চলছে গণনা

নবাবগঞ্জ (ঢাকা): পৌরসভার সঙ্গে সীমানা জটিলতায় বন্ধ থাকা দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হয়েছ ঢাকার দোহার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ৮ ঘণ্টা ভোটগ্রহন শেষে চলছে গননা।

বুধবার (২ নভম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ইভিএম ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

ইউনিয়নগুলো হচ্ছে- রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া। এ তিন ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ভোট চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকে নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা গেলেও পুরুষ ভোটারদের উপস্থিতি কম ছিল।

দোহার উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। কোথাও কোনা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহন শেষে গণনা চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।