ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

ভাটারায় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৫, আগস্ট ১৬, ২০২৫
ভাটারায় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

রাজধানীর ভাটারা এলাকায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকি পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে ফরিদুল (৪০), একই উপজেলার ইসলামনগর গ্রামের তবারক হোসেনের ছেলে রাব্বি (১৭) এবং জমগ্রাম এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে লিটন (৩৫)।

নিহত রাব্বির খালাতো ভাই মো. ওয়ালিব জানান, তারা পেশায় রডমিস্ত্রি। ভাটারায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। শনিবার ভবনটির পানির ট্যাংকির সেন্টারিংয়ের বাঁশ ও কাঠ খোলার পাশাপাশি পরিষ্কার করার কাজ করছিলেন তারা। এজন্য একটি বৈদ্যুতিক বাতি সংযোগ দিয়ে ট্যাংকির ভেতরে নামানো হয়।

প্রথমে ফরিদুল মই দিয়ে ট্যাংকির ভেতরে নামতেই বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান। শব্দ শুনে রাব্বি তাকে উদ্ধারের চেষ্টা করলে সেও পানিতে পড়ে যায়। পরে শাহিনুর নামে আরেক শ্রমিক তাদের তুলতে গিয়ে পানিতে পড়ে যান। এসময় লিটন ডাকচিৎকার দিয়ে অন্য শ্রমিকদের খবর দেন। পরে তিনিও মই বেয়ে নেমে চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে পড়ে যান।

অন্য শ্রমিকরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে চারজনকে টেনে তোলে হাসপাতালে নিলে চিকিৎসক ফরিদুল, রাব্বি ও লিটনকে মৃত ঘোষণা করেন। তবে শাহিনুর সুস্থ আছেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডে পানির ট্যাংকি থেকে বাঁশখুটি খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।