ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

আজ রাজধানীর যে সব সড়ক এড়িয়ে চলবেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, আগস্ট ১৬, ২০২৫
আজ রাজধানীর যে সব সড়ক এড়িয়ে চলবেন ডিএমপি

সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উদযাপন উপলক্ষে শনিবার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।  যে সব সড়ক  দিয়ে শোভাযাত্রা যাবে (৩টা থেকে ৫টা)  সে সব সড়ক  এড়িয়ে চলাসহ বেশ কিছু নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ  করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে  অনুরোধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উদযাপন উপলক্ষে ১৬ আগস্ট (শনিবার) এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে  শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।   শোভাযাত্রা চালাকালীন (৩টা থেকে ৫টানগরবাসীকে কিছু নির্দেশনা অনুসরণ করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

শোভাযাত্রার রুট: শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট বঙ্গবাজার-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন-গোলাপশাহ মাজার-গুলিস্তান মোড় -নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক

যে সব নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।

শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে নাউচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবেঅংশগ্রহণকারীদের শুরুতেই শোভাযাত্রায় মিলিত হতে হবে কোনো ক্রমেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না

নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগট্রলিবড় ভ্যানিটি ব্যাগপোটলাসাহ্য পদার্থচুরিঅস্ত্রকাঁচিক্ষয়কারক তরলব্রেডদিয়াশলাইগ্যাসলাইটার ইত্যাদি সাথে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না

শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে নাশোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে নাসন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো ব্যারিকেডপিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন

 শোভাযাত্রা চলাকালীন নগরবাসীদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হলো জন্মাষ্টমী শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নগরবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ 

ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।