ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

গেন্ডারিয়ায় এক শিশুর অস্বাভাবিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, আগস্ট ১৬, ২০২৫
গেন্ডারিয়ায় এক শিশুর অস্বাভাবিক মৃত্যু প্রতীকী ফটো

রাজধানীর গেন্ডারিয়া স্বামীবাগ এলাকায় একটি বাসায় আয়ুষ রুদ্র দাস (৮) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবার বলছে, কি কারণে তার গলায় ফাঁস লাগলো তারা নিজেরাই হতভম্ব।



শনিবার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে গেন্ডারিয়া স্বামীবাগের চারতলার বাসার তিনতলার ফ্ল্যাটের ওয়াশরুমে এ ঘটনাটি ঘটে। পরে পরিবারের লোকজন ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরিবিভাগে নিলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপতালে মৃত রুদ্রর বাবা ইন্দ্রজিৎ দাষ বলেন, তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদ গ্রামে। বর্তমানে গেন্ডারিয়া স্বামীবাগ এলাকার ওই বাসায় তিনতলায় ভাড়া থাকে। ছেলে রুদ্র দাস স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। এক ভাই এক বোনের মধ্যে আয়ুষ ছিল ছোট।

তিনি আরও বলেন, রুদ্রের মা ঊমা রানি দাস দুপুরে গোসল করতে বলে রুদ্রকে। রুদ্র গামছা নিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক সময় পেরিয়ে গেলেও রুদ্র বের না হওয়ায় তাকে ডাকাডাকি করা হয়। কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায় রুদ্র কাপড় রাখার স্ট্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে মারা যায়। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা বলতে পারছি না।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে গেন্ডারিয়া থানা পুলিশকে অবগত করা হয়েছে।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।