ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

এহছানুল হককে জনপ্রশাসনের সিনিয়র সচিব নিয়োগ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, অক্টোবর ১২, ২০২৫
এহছানুল হককে জনপ্রশাসনের সিনিয়র সচিব নিয়োগ  এহছানুল হক

ঢাকা: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়েছে সরকার।  

রোববার (১২ অক্টোবর) তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারের পট পরিবর্তন পর গত বছরের ১৭ আগস্ট অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের চুক্তিতে সচিব নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। পরে তিনি সিনিয়র সচিব হন।

গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরকল্পনা কমিশনে বদলি করা হয়। এরপর থেকে সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের সচিব পদটি শূন্য ছিল।

এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।