ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

ভালুকায় পাঁচ তারকা হোটেলসহ বেস্ট হোল্ডিংসের মেগা প্রকল্প এগিয়ে চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৯, আগস্ট ১৭, ২০২৫
ভালুকায় পাঁচ তারকা হোটেলসহ বেস্ট হোল্ডিংসের মেগা প্রকল্প এগিয়ে চলছে

ময়মনসিংহ জেলার শিল্পনগরী ভালুকায় দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস পিএলসি গড়ে তুলছে একাধিক আন্তর্জাতিক মানসম্পন্ন মেগা প্রকল্প। এর মধ্যে অন্যতম হচ্ছে আন্তর্জাতিক হোটেল চেইন ম্যারিয়ট ভালুকা— দেশের শিল্পাঞ্চলে প্রথম পাঁচ তারকা হোটেল, যা ২০২৬ সালের জুনের মধ্যেই চালু হওয়ার কথা রয়েছে।

শিল্পায়নের দ্রুত প্রসারমান এ অঞ্চলে তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, সিরামিক, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং মোবাইল ফোন সংযোজন শিল্পের আড়াই হাজারেরও বেশি কারখানা গড়ে উঠেছে। এসব শিল্পকে টার্গেট করেই হোটেল ও রিসোর্টসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।

হেইলিবেরি ভালুকা: বিশ্বমানের শিক্ষা বাংলাদেশে
২০২৪ সালের আগস্টে যাত্রা শুরু করেছে দেশের একমাত্র আন্তর্জাতিক বোর্ডিং স্কুল চেইন হেইলিবেরি ভালুকা। এটি পরিচালিত হচ্ছে বেস্ট হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আইকনএক্স লিমিটেডের অধীনে। বর্তমানে ষষ্ঠ থেকে নবম গ্রেড পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে, পরবর্তীতে এটি দ্বাদশ গ্রেড পর্যন্ত সম্প্রসারিত হবে।

প্রথম ব্যাচ থেকেই শিক্ষার্থীরা ২৫–৭৫ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তি পেয়েছে। আগামীতে ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থীকেই ন্যূনতম ২৫ শতাংশ বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যে প্রায় ১৬০ বছরের ঐতিহ্য নিয়ে শুরু হওয়া হেইলিবেরি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম চালাচ্ছে। প্রতি বছর এখানকার শিক্ষার্থীদের একটি বড় অংশ (৬১ শতাংশ) হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড, কেমব্রিজের মতো আইভি লিগ ও রাসেল গ্রুপ প্রতিষ্ঠানে যোগ দিয়ে থাকেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হেইলিবেরি ভালুকা বিশেষ উদ্যোগও নিয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের এমআইটির সহযোগিতায় এমআইটি সামার স্কুল প্রোগ্রাম, হার্ভার্ড সামার স্কুল ইনফরমেশন সেশন, থাইল্যান্ডে ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড— সবই শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতার নতুন দুয়ার খুলে দিয়েছে।

ম্যারিয়ট ভালুকা: শিল্পাঞ্চলে প্রথম পাঁচ তারকা হোটেল
২০২৬ সালের জুনে চালু হতে যাচ্ছে ম্যারিয়ট ভালুকা— দেশের শিল্পাঞ্চলের প্রথম আন্তর্জাতিক মানের পাঁচতারা হোটেল। ভালুকা উপজেলার মাওনা হবিরবাড়িতে প্রায় ৪.৪৭ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে এই হোটেল। হোটেলটিতে থাকবে ২২৮টি কক্ষ, আধুনিক রেস্তোরাঁ, এক্সিকিউটিভ লাউঞ্জ, বড় আকারের মিটিং হল, ব্যবসাকেন্দ্র, স্পা, ফিটনেস সেন্টারসহ সবধরনের আন্তর্জাতিক সুবিধা।

বেস্ট হোল্ডিংস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ বলেন, আগামী বছর জুনের মধ্যে দেশের শিল্পাঞ্চলে প্রথম পাঁচতারা হোটেল ম্যারিয়ট ভালুকা চালু করতে যাচ্ছে বেস্ট হোল্ডিংস পিএলসির আরেকটি অঙ্গপ্রতিষ্ঠান আইকনএক্স হোটেল লিমিটেড। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ কিলোমিটার উত্তরে দ্রুত সম্প্রসারণশীল শিল্প এলাকা ভালুকা উপজেলার মাওনা হবিরবাড়িতে এই হোটেল তৈরির মাধ্যমে দেশের শিল্প ও আতিথেয়তা খাতে নতুন দৃশ্যপট যোগ করবে। এই হোটেলটি শিল্পখাত ও পাঁচতারা সেবার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। এখানে শুধু অতিথিদের থাকার ব্যবস্থাই থাকছে না, পাশাপাশি দেশের নতুন শিল্পাঞ্চলগুলোয় ব্যবসা-বাণিজ্য আরও এগিয়ে নিতে সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, প্রায় চার দশমিক ৪৭ একর জমির ওপর হোটেলটি তৈরি হচ্ছে। দেশে ব্যবসায়ীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাদেরকে বিলাসবহুল আবাসন সেবা দেওয়ার কথা মাথায় রেখে এই হোটেলের পরিকল্পনা করা হয়েছে। হোটেলটিতে অতিথিদের চাহিদা মেটাতে থাকবে আধুনিক সুবিধা। এসব সুবিধার মধ্যে আছে উচ্চ-গতির ইন্টারনেট, স্মার্ট ওয়ার্ক স্টেশন, বড় পরিসরে মিটিং হল, এক্সিকিউটিভ লাউঞ্জ, রেস্তোরাঁ, ব্যবসাকেন্দ্র, বিনোদন স্থান, স্পা ও ফিটনেস পরিষেবা। অতিথিদের সুন্দর পরিবেশে নির্ঝঞ্চাট রাখাটাই আমাদের লক্ষ্য, হোটেলের সুবিধাগুলো অতিথিদের চাহিদার ওপর নির্ভর করে সাজানো হয়েছে। এখানে এক বা একাধিক দিনের জন্য বাণিজ্যিক বৈঠক বা অন্যান্য অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা থাকবে।

আবুল কালাম আজাদ বলেন, এই প্রকল্প আমাদের পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিকে তুলে ধরছে। ব্যবসা এখন আর ঢাকাকেন্দ্রিক নয়। বিনিয়োগকারীরা ভালুকার মতো উদীয়মান শিল্পাঞ্চলে আসছেন। তাদের জন্য আমাদের অবশ্যই অবকাঠামো নিয়ে প্রস্তুত থাকতে হবে। ভালুকায় হোটেল করার সিদ্ধান্তটি কৌশলগত ও প্রতীকী। এটি এই এলাকাকে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। হোটেলটি ঢাকার বাইরে উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করবে। এটিকে দেশজুড়ে প্রবৃদ্ধির অংশ হিসেবেও দেখছি।

লাক্সারি কালেকশনস অ্যান্ড ভিলা
ভালুকাতেই বেস্ট হোল্ডিংস নির্মাণ করছে আরেকটি আন্তর্জাতিক মানের রিসোর্ট— লাক্সারি কালেকশনস অ্যান্ড ভিলা। প্রায় ৫৩ একর জায়গার ওপর তৈরি হচ্ছে এই রিসোর্টে থাকবে ১৪০ কক্ষ, এক্সিকিউটিভ লাউঞ্জ, ব্যাংকুয়েট, মিনি সুইমিংপুল, কিডস ক্লাব, স্পা, ফিটনেস সেন্টার, গল্ফ প্যাক্টিস, টেনিস ও ভলিবল কোর্টসহ আধুনিক সব সুবিধা।

এ ছাড়া এখানে থাকছে ১৪টি স্টুডিও ভিলা, ৪টি প্রেসিডেন্সিয়াল ভিলা, ২টি লাক্সারি বাংলো, একটি ক্লাব হাউজ, সিগনেচার রেস্টুরেন্ট ও স্পেশাল রেস্টুরেন্ট। প্রকল্পটি চালু হলে ৪৫০-এরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। শিক্ষা, হোটেল এবং রিসোর্ট— এই তিনটি মেগা প্রকল্প চালু হলে ভালুকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও বড় ভূমিকা রাখবে বেস্ট হোল্ডিংস।

এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।