ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

রাজবাড়ীতে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, নভেম্বর ২, ২০২২
রাজবাড়ীতে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক 

রাজবাড়ী: রাজবাড়ীতে ৫ হাজার ৫৮০টি ইয়াবা ট্যাবলেটসহ রাসেল কবিরাজ (১৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বুধবার (২ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প।

 

আটক রাসেল জেলা শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার মো. আলাল কবিরাজের ছেলে।  

সম্মেলনে ক্যাম্পটির কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম আলম জানান, গোপন তথ্য পেয়ে জেলা শহরের রেলগেট মসজিদ গলির মোড় এলাকা থেকে রাসেলকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ৫৮০টি ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইলফোন, দুইটি সিমকার্ড জব্দ করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাচার আইনে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।