ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

বালিয়াকান্দিতে ট্রাকচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, নভেম্বর ২, ২০২২
বালিয়াকান্দিতে ট্রাকচাপায় যুবক নিহত প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে ট্রাকচাপায় মনিরুল ইসলাম শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।  

বুধবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মনিরুল একই ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের জিন্দার আলী শেখের ছেলে।

জানা গেছে, ওই আঞ্চলিক সড়কের চরফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ট্রাক বালিয়াকান্দিগামী একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক মনিরুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।