ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

এরতেজাকে ২ দিনের রিমান্ডে চায় পিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, নভেম্বর ২, ২০২২
এরতেজাকে ২ দিনের রিমান্ডে চায় পিবিআই

ঢাকা: ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২ নভেম্বর) এরতেজাকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, এরতেজাকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করলে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে জালিয়াতির অভিযোগে এরতেজাকে গ্রেফতার করে পিবিআই। রাজধানীর খিলক্ষেত থানায় জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, গত ১ জানুয়ারি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- আবু ইউসুফ আবদুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
পিএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।