ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

আধা কেজি আইসসহ সিন্ডিকেটের হোতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, নভেম্বর ২, ২০২২
আধা কেজি আইসসহ সিন্ডিকেটের হোতা আটক ছবি: সংগৃহীত

ঢাকা: ৫০০ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) অভিজাত এলাকার মাদক সিন্ডিকেটের মূল হোতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

বুধবার (২ নভেম্বর) সকালে তাকে আটকের বিষয়টি জানান ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

তবে প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

সুব্রত সরকার শুভ বলেন, বুধবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।