ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

চিংড়িতে জেলি, তিনজনের ছয় মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, নভেম্বর ২, ২০২২
চিংড়িতে জেলি, তিনজনের ছয় মাসের কারাদণ্ড

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।

বুধবার (০২ নভেম্বর) সকালে তাদের এ দণ্ড দেওয়া হয়।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের মোল্লার হাট গাংনী গ্রামের মিকরাইল উল্লাহ (২২), সহিদুল শেখ (২২) ও দাউদকান্দির পেন্নাই এলাকার আজহারুল ইসলাম (৪০)।

সহকারী কমিশনার জিয়াউর রহমান জানান, খুলনা, বাগেরহাট, এবং সাতক্ষীরা থেকে চিংড়ি এখানে আসার পর ওজন বাড়িয়ে বেশি লাভের আশায় চিংড়িতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করতেন তারা৷ অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবালসহ দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।