ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাঁতরে খাল পার হতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, অক্টোবর ৫, ২০২২
সাঁতরে খাল পার হতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে খালের পানিতে ডুবে সাইমুন (৯) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ অক্টোরব) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

সাইমুন নারায়ণপুর গ্রামের নূরুজ্জামানের ছেলে। সে স্থানীয় নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাইমুন তার বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে কলমির শাক তোলার জন্য সাঁতরে খাল পাড়ি দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সে খালের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।