রাজধানীর কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় পৃথক ঘটনায় অটোরিকশাচালক, পথশিশু ও এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আহত তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত অটোরিকশাচালক আকরাম হোসেন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার মধ্যরাতের পর কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে ছিনতাইকারীরা তাকে ঘাড় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার তিনি মারা যান।
এদিকে বিকেলে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় সাকিব (১৪) নামে এক পথশিশুর মৃত্যু হয়। পুলিশ জানায়, বোতল কুড়াতে গিয়ে কোনো যানবাহনের ধাক্কায় সে আহত হয়। পরে সঙ্গী পথশিশুরা তাকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাটি হাসপাতালে আনার প্রায় দেড় ঘণ্টা আগে ঘটে।
অন্যদিকে কদমতলীর মুরাদনগর আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঈদগাঁ মাঠের মাঝের বাউন্ডারি দেয়াল ধসে সহকারী শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান (৩০) মারা যান। তিনি পটুয়াখালী জেলার কলাচিপা থানার বড়গাঁও ভূঁইয়া গ্রামের বাসিন্দা এবং বিদ্যালয়সংলগ্ন এলাকায় বসবাস করতেন। দেয়াল ধসে পড়ার দেড় ঘণ্টা পর তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প জানায়, নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এজেডএস/আরবি