ঢাকা: নেপালে অশান্ত পরিস্থিতিতে মারধর ও লুটের শিকার হয়েছে এক বাংলাদেশি পরিবার। এছাড়া সেখানে আরও ২০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে বাংলাদেশ দূতাবাস।
নেপালের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে গত মঙ্গলবার বিক্ষোভকারীরা ভাঙচুর ও হামলা চালায়। সে সময় ওই হোটেলে একটি বাংলাদেশি পরিবারও হামলার শিকার হন। পরে ওই পরিবারটিকে উদ্ধার করে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে।
নেপালের বিখ্যাত হায়াত রিজেন্সি হোটেলে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা ভাঙচুর চালান। সেই হোটেলে তিন সদস্যের এক বাংলাদেশি পরিবার ছিল। পরিবারটি মারধর ও লুটের শিকার হয়েছে। এছাড়া নেপালের পর্যটকদের বহনকারী একটি গাড়ি বিক্ষোভের মধ্যে পড়ে গেলে বিক্ষোভকারীরা গাড়িটি পুড়িয়ে দেয়। গাড়িটিতে এক বাংলাদেশি তরুণী ছিলেন। তিনি সুস্থ আছেন। তবে গাড়িতে রাখা তার ব্যাগটি পুড়ে যায়। ব্যাগে অর্থ ও পাসপোর্ট ছিল।
এছাড়া নেপালে আরও প্রায় ২০ জন বাংলাদেশিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ জন ও শহরের বিভিন্ন স্থান থেকে আরও ১০ জনসহ মোট ২০ জনকে উদ্ধার করেছে দূতাবাস। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) যাত্রী ছিলেন। তাদের উদ্ধার করে বিমানের নির্ধারিত হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানের অন্য যাত্রীদের বিমান সরাসরিই দিকনির্দেশনা দিচ্ছে।
টিআর/আরআইএস