ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধে চাপ আছে: জ্বালানি উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, সেপ্টেম্বর ১১, ২০২৫
বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধে চাপ আছে: জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: বাংলানিউজ

বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য চাপ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সরবরাহ বন্ধ হলে তিনি বাসায় ঢুকতে পারবেন না বলে মন্তব্য করেছেন।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, না, বরং আমার উপরে চাপ আছে, বাসা-বাড়িতে আমরা যে গ্যাস দিই, সেটা যাতে বন্ধ করে দেই। কিন্তু এটা আমি দিই না, কারণ এটা যদি করি আমি আমার নিজের বাসায় ঢুকতে পারবো না। আমরা অনেক এলএনজি আমদানি করছি।  

সামনে কি গ্যাসের দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে? এ প্রশ্নের উত্তরে ফাওজুল কবির খান বলেন, না, এখন না। আগে কিন্তু সরকারি সিদ্ধান্ত ছিল, প্রতি দুয়েক মাস অন্তর অন্তর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে। আমাদের এক বছর কয় মাস হয়ে গেল, আমরা কিন্তু এখনো বিদ্যুতের দামও বাড়াইনি, গ্যাসের দামও বাড়াইনি।

বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, না এখনো নেই।

জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।