ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতালে থেকে বাসায় ফিরলো আরও ৩ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, সেপ্টেম্বর ১১, ২০২৫
মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতালে থেকে বাসায় ফিরলো আরও ৩ শিক্ষার্থী হাসপাতাল থেকে বাসায় ফেরার আগে চিকিৎসকদের সঙ্গে এক শিক্ষার্থী। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও তিন শিক্ষার্থী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। দেড় মাস চিকিৎসার পর তারা এখন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরা এ তিন শিক্ষার্থী হলো আলভীরা (১২), সামিরা (১০) ও নুসরাত (১২)।  

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ২১ জুলাই দুর্ঘটনার পর তারা সেখানে ভর্তি হয়েছিল। নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার পর বর্তমানে তারা শঙ্কামুক্ত।

এই তিনজনকে নিয়ে এখন পর্যন্ত ২৩ জন শিক্ষার্থী সুস্থ হয়ে হাসপাতালটি থেকে বাড়ি ফিরেছে। তবে এখনো ১৩ জন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন, তাদের সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় বিভিন্ন বাহিনী উদ্ধার অভিযানে যোগ দেয়। রাত পর্যন্ত চলে অভিযান। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। রাতেই ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়, যাদের মধ্যে বিমানটির পাইলট তৌকির ইসলামও ছিলেন। আহতদের মধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষার্থী-শিক্ষিকাসহ মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।