ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জের যুবলীগ নেতা ফিরোজ ঢাকায় গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৩, সেপ্টেম্বর ১১, ২০২৫
গোপালগঞ্জের যুবলীগ নেতা ফিরোজ ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী সালাউদ্দিন সুমনকে (৫৪) গুলি করে হত্যার ঘটনায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে এসএম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন সুমন হত্যাকাণ্ডের মামলায় তদন্তে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী কাজিবাড়ী রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যা করা হয় সালাউদ্দিন সুমনকে।  

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, তৎকালীন কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় নেতাদের নাম উল্লেখ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে ফিরোজ মাহমুদের হত্যাকাণ্ডে সন্দিগ্ধ সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেপ্তার করেন। বর্তমানে তিনি খিলগাঁও থানার পুলিশ হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।

এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।