৭২ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে গণপিটুনিতে তিন তরুণ নিহত হয়েছেন। তারা হলেন ইয়ামিন (২৩), হানিফ (২২) ও সুজন (২৩)।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হানিফ ও সুজন পেশাদার ছিনতাইকারী ও চিহ্নিত অপরাধী।
বুধবার (১০ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক ৭২ ঘণ্টার মধ্যে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর ও আজ সকালের দিকে মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পৃথক দুটি গণপিটুনির ঘটনায় দুজন নিহত হন। আহত হন আরও দুজন।
গণপিটুনিতে হানিফ ও সুজন নিহত হওয়ার ঘটনা পৃথক সময়ে ঘটলেও স্থান ছিল একই, মোহাম্মদপুরের নবীনগর হাউজিং।
এ ঘটনায় আহত শরিফ (২২) ও ফয়সাল (২৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসি কাজী রফিক বলেন, নিহত দুইজনের অতীত বিশ্লেষণ করে পুলিশের রেকর্ড থেকে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী ছিলেন। পাশাপাশি তাদের নামে একাধিক মামলা রয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, ঘটনার সময় তারা দুজনই ছিনতাইয়ের আগে ধরা পড়ে গণপিটুনিতে নিহত হন।
আরও পড়ুন: জেনেভা ক্যাম্পে মাদককারবারিদের সংঘর্ষে নিহত ১, অস্ত্রসহ গ্রেপ্তার ২
আরও পড়ুন: মোহাম্মদপুর-আদাবরে অভিযানে গ্রেপ্তার ৩৪
আরও পড়ুন: যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৫১
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গত ৮ সেপ্টেম্বর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইকারী সন্দেহে ইয়ামিন নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনাতেও আরেকজন আহত হন।
মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে দুজন ধরা পড়ে গণপিটুনির শিকার হন। গুরুতর অবস্থায় দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে ইয়ামিন মারা যান। ছিনতাই হওয়া একটি মোবাইল তাদের কাছ থেকেই উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা কাজী রফিক বাংলানিউজকে বলেন, মোহাম্মদপুর এলাকায় কোনো অপরাধীকেই দাঁড়াতে দেওয়া হবে না। অপরাধীদের নিষ্ক্রিয় করতে ২৪ ঘণ্টা যৌথ বাহিনীর পাশাপাশি থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।
তিনি বলেন, প্রতিদিনই থানায় পুলিশ সদস্যদের মোহাম্মদপুর এলাকার অপরাধ নির্মূলের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
তিনি জানান, ইয়ামিনের ময়নাতদন্ত সম্পন্ন হয় মৃত্যুর পরের দিন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। আজ একই মর্গে হানিফ ও সুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ইয়ামিনের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া হানিফ ও সুজনের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
এজেডএস/আরএইচ