ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুড়িল-বাড্ডা সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, সেপ্টেম্বর ১১, ২০২৫
কুড়িল-বাড্ডা সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ কুড়িল-বাড্ডা সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা

ঢাকা: বেতন-ভাতার দাবিতে আবারও রাজধানীর কুড়িল-বাড্ডা সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। এই সড়কের দু’পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

ফলে ভোগান্তিতে পড়েছেন মানুষ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে শ্রমিকরা এই অবরোধ শুরু করেন।

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে গত ২ সেপ্টেম্বরও একই দাবিতে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা প্রায় চার ঘণ্টা ধরে একই সড়ক অবরোধ করেছিলেন।

এমএমআই/এনডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।