ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নোভার্টিসের নতুন নাম নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, সেপ্টেম্বর ১২, ২০২৫
নোভার্টিসের নতুন নাম নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি

নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেডের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠানটির নতুন নাম দেওয়া হয়েছে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি।  

সম্প্রতি নোভার্টিস এজি, সুইজারল্যান্ডের কাছ থেকে নোভার্টিস বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ সম্পন্ন করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার ফলশ্রুতিতে এই পরিবর্তন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিংহভাগ মালিকানা পরিবর্তন হলেও কোম্পানিটিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর শেয়ারহোল্ডিং অপরিবর্তিত আছে।

নতুন নামে নেভিয়ান বাংলাদেশের রোগীদের জন্য নোভার্টিসের বিশ্বখ্যাত ওষুধগুলোর প্রাপ্যতা ইতোমধ্যেই নিশ্চিত করেছে। লাইসেন্সি হিসেবে নেভিয়ান একই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, একই উপাদানে এবং একই প্রক্রিয়ায় নোভার্টিসের ব্র্যান্ডগুলো উৎপাদন করবে- ফলে ওষুধের গুণগতমান নিশ্চিতভাবে অপরিবর্তিত থাকবে।  

এ প্রসঙ্গে নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহেদী বলেন, নোভার্টিসের সুদীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে নেভিয়ান বদ্ধপরিকর। মানসম্মত ও জীবনরক্ষাকারী ওষুধ বাংলাদেশ ও বহির্বিশ্বের রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের অঙ্গীকার নতুন নামেও অপরিবর্তিত থাকবে।  

এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।