ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ২ যুবক গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, সেপ্টেম্বর ১২, ২০২৫
রাজধানীতে ২ যুবক গুলিবিদ্ধ

রাজধানীর শাহজাহানপুর বাগিচা ঝিলপাড় এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন দুই যুবক। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধরা হলেন রবিন (২৪) ও তার সহযোগী বিশাল। পুলিশ বলছে, রবিন পেশাদার ছিনতাইকারী এবং তার নামে একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।  

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রবিন ও বিশালের শরীরে গুলির চিহ্ন রয়েছে। আহতদের বরাতে জানা গেছে, শান্ত নামে এক যুবক তাদের গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় রবিন ও বিশালকে শাহজাহানপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, শাহজাহানপুরে গুলিবিদ্ধ দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।