ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফতুল্লার ভুইগড় থেকে কিশোর নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, অক্টোবর ৪, ২০২২
ফতুল্লার ভুইগড় থেকে কিশোর নিখোঁজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় রাহুল (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) এ বিষয়ে নিখোঁজের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ কিশোর রাহুল ফতুল্লা মডেল থানার ভুইগড় মাহমুদপুরস্থ বাদল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বিনোদ ব্যানার্জি রবিনের ছেলে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, নিখোঁজ রাহুল স্থানীয় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পাশাপাশি সে ভুইগড় কম্পিউটার সেন্টারে কম্পিউটার শেখার ক্লাস করতো। এরই ধারাবাহিকতায় শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ রাহুল কম্পিউটার সেন্টারে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে গেলে রাহুল ক্লাস থেকে বের হয়ে আসে। এরপর সে আর ক্লাসে ফিরে যায়নি, এমনকি বাসায়ও ফিরে আসনি।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, নিখোঁজ রাহুলের বাবার দায়ের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।