ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মধুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, অক্টোবর ৪, ২০২২
মধুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গলায় রশি পেঁচিয়ে চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (০৩ অক্টোবর) রাতে মধুপুরের পীরগাছা রাবার বাগান এলাকার ভবানীটেকি বাজারের পাশে একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত ওই অটোরিকশা চালকের নাম ইয়াকুব আলী (২২)। তিনি পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার ভাইঘাট জমশেদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পরিবারের লোকজন জানান, রোববার (০২ অক্টোবর) সকালে ইয়াকুব তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মধুপুর থানার পরিদর্শক ফরহাদ হোসেন জানান, পরে সিআইডির বিশেষজ্ঞ দল রাতে মরদেহ উদ্ধার করে। এসময় তার অটোরিকশাটি পাওয়া যায়নি। মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।