ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খালে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিললো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, অক্টোবর ৪, ২০২২
খালে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিললো প্রতীকী

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর আমানগঞ্জ খালে নিখোঁজ স্কুলছাত্র রিমন হাওলাদারের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে খালে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রিমন কমলাপুর গ্রামের আনিস হাওলাদারের ছেলে। সে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, সোমবার দুপুরে সাঁতার কেটে খাল পারাপারের সময় ডুবে যায় রিমন। পরে দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে খালে ডুবন্ত অবস্থায় রিমনের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।