ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টেকনাফে ট্রলারডুবি: ৩ রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, অক্টোবর ৪, ২০২২
টেকনাফে ট্রলারডুবি: ৩ রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার ট্রলারডুবির ঘটনায় উদ্ধার যাত্রীরা -বাংলানিউজ

কক্সবাজার: সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায়  ৩রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধারের সংখ্যা আরও ৬ জন বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাকা থেকে নিহতদের মরদেহ এবং জীবিতদের উদ্ধার করা হয়।

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ট্রলারডুবির ঘটনায় মোট ৪৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। তাদের মধ্যে ৮ জন রোহিঙ্গা নারী, ৪ বাংলাদেশি দালাল এবং বাকিরা রোহিঙ্গা পুরুষ। ট্রলারটিতে ৮৫ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

>>> আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, সাঁতরে সৈকতে ফিরলেন ৩০ রোহিঙ্গা

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ০৪,২০২২,
এসবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।