ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মিশনপাড়ায় পড়েছিল রিকশাচালকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, অক্টোবর ৪, ২০২২
মিশনপাড়ায় পড়েছিল রিকশাচালকের লাশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকা থেকে কুদ্দুস আলী (৫০) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।

কুদ্দুস গাইবান্ধার সুন্দরগঞ্জের চর হরিপুরের মৃত নোমান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।