ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, অক্টোবর ৪, ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত আলম হোসেন

মেহেরপুর: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আলম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে।

আলম হোসেন ভাবনীপুর গ্রামের স্কুলপাড়ার ইদু মিয়ার ছেলে।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে সৌদি আরবের রিয়াদ শহরের আজিজিয়া সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় ভবানীপুর ওয়ার্ড মেম্বর রেজাউল হক জানান, আলম হোসেন মোটরসাইকেলে করে রিয়াদ শহরের একটি হোটেলে খাবার আনতে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান এই রেমিটেন্স যোদ্ধা।

দুই সন্তানের জনক আলম হোসেন পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রায় ১৮ বছর আগে সৌদি আরবে যান। তার এক মাত্র ছেলেও সৌদি আরবে রয়েছেন।  

পারিবারিকভাবে জানা যায়, সৌদি আরবের আইনগত প্রক্রিয়া শেষে তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।