ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপ: ৮ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, অক্টোবর ৪, ২০২২
স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপ: ৮ জন কারাগারে

ঢাকা: রাজধানীর গুলশানে লাইফ কেয়ার নামের একটি স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ আটজনকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া একজনকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।

কারাগারে যাওয়া ৮ আসামি হলেন- স্পা সেন্টারের ম্যানেজার জেরিন আক্তার, আলী রাজ, মিরণ কুমার বিশ্বাস, সুমাইয়া আক্তার মীম, মাহফুজা আক্তার, জেসমিন আক্তার, মোসা. কল্পনা ও মোসা. খুশবু। আর জামিন পাওয়া আসামি হলেন- মোসা. নুপুর আক্তার।

এদিন ৯ আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান। আসামিপক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত নুপুরের জামিন মঞ্জুর করেন। অপর ৮ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (২ অক্টোবর) রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে গুলশান থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক মিরাজ আকন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
কেআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।