ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাফজয়ী মাসুরাকে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৯, অক্টোবর ৪, ২০২২
সাফজয়ী মাসুরাকে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সংবর্ধনা

সাতক্ষীরা: সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি।

সোমবার (০৩ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পল্লী বিদ্যুতের যশোর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মোস্তফা কামাল, সমিতির বোর্ড সভাপতি সাইফুল্ল্যাহ আজাদ, মাছুরার বাবা মো. রজব আলী প্রমুখ।  

অনুষ্ঠানে মাসুরা পারভীনকে সম্মাননা স্মারকসহ নগদ অর্থ উপহার দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।