ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তারাগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যানের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৮, অক্টোবর ৪, ২০২২
তারাগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যানের ২ আরোহী নিহত প্রতীকী ছবি

নীলফামারী: সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জে নাইট কোচের ধাক্কায় অটোভ্যানের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।

সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রতন সরকার ও পবিত্র। তাদের বাড়ি তারাগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি নাইট কোচ তারাগঞ্জ থানার জুম্মাপাড়া এলাকায় পৌঁছালে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোভ্যানের চালকসহ চারজন। ঘটনার পর তাদের রংপুর মেডিকেলে নেওয়া হলে রাত ১০টার দিকে দু’জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।