ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

হাসান আজিজুল হকের মৃত্যুতে বাংলা একাডেমির শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, নভেম্বর ১৬, ২০২১
হাসান আজিজুল হকের মৃত্যুতে বাংলা একাডেমির  শোক হাসান আজিজুল হক

ঢাকা: স্বাধীনতা ও একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলা একাডেমি।

একাডেমির পক্ষ থেকে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলা একাডেমির শোকবাণীতে বলা হয়, হাসান আজিজুল হক বাংলা কথাসাহিত্যে তার অনন্যসাধারণ ছোটগল্পের মধ্য দিয়ে সংযোজন করেছেন নতুন অধ্যায়। তার ছোটগল্পে অসাধারণ শিল্পব্যঞ্জনায় ভাস্বর হয়েছে বাংলার মেহনতি মানুষের মন ও মুখচ্ছবি। ছোটগল্পের পাশাপাশি তার উপন্যাসে দেশভাগের বেদনাদায়ক বাস্তবতা ফুটে উঠেছে। শিশুকিশোর-সাহিত্য, প্রবন্ধ-নিবন্ধ এবং দর্শন বিষয়ক রচনাতেও তিনি বিশিষ্টতার স্বাক্ষর রেখেছেন।

শোকবাণীতে আরও বলা হয়, বাংলা একাডেমির ঘনিষ্ঠ সুহৃদ ছিলেন হাসান আজিজুল হক। বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে হাসান আজিজুল হকের জীবনীগ্রন্থ সক্রেটিস, গল্পের অনুবাদ-সিলেক্টেড স্টোরিজ এবং সম্পাদিত সংকলন গোবিন্দচন্দ্র দেব রচনাবলী।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক (৮২) সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজশাহীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একমাস ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন হাসান আজিজুল হক। বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল।  


বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১ 
এইচএমএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ