ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, জুলাই ২২, ২০২৫
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভবনটি অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ঢাকা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজকের সকালটা অন্য যেকোনো দিনের চেয়ে ভিন্ন। নেই শিশুদের চেনা কোলাহল, নেই শ্রেণিকক্ষে চিত্রের চেনা ছন্দ।

বিধ্বস্ত হায়দার আলী ভবনের চারপাশজুড়ে এখন শুধুই নিস্তব্ধতা ও শোক।

উল্লেখ্য, এই ভবনটিতেই তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান হতো। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভবনটি অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানো ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেছেন।

এদিকে এখনও স্কুলের সামনে ভিড় জমিয়েছেন নিহতদের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা। মঙ্গলবার সকাল ৯টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। নিহতদের নাম ও পরিচয় প্রকাশসহ ৬ দফা দাবি জানিয়েছে তারা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ