রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণি এলাকায় মেট্রো স্টেশনের পাশে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল শোনা যাচ্ছে কোনো বাসা-বাড়ি আবারও এটাও শোনা যাচ্ছে পাশে মার্কেট আছে।
মঙ্গলবার (২২ জুলাই) ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে সংবাদ পাওয়া যায় শামীম সরণি এলাকায় মেট্রো স্টেশনের পাশে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে সেখানে তিন ইউনিট পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল শোনা যাচ্ছে কোনো বাসা বাড়ি আবার এটাও শোনা যাচ্ছে পাশে মার্কেট আছে। বিস্তারিত পরে জানা যাবে।
এজেডএস/এএটি